কতবার আমি ছুঁয়েছি ওই হাত
আর কতবার খুঁজেছি ছোঁয়ার অজুহাত
কতবার হারিয়েছি নিজেকে তোমার পথে গিয়ে
আমি শূন্যতা গায়ে মাখিনি তোমায় কাছে পেয়ে


এই বিশলতার মাঝে আমার ছোট্ট হৃদয় হারায় না,
হারিয়ে যায় শুধু তোমাতে।
যতবার জীবন ডুবে যায় মাঝ দড়িয়ায়,
ওইখান থেকে তোলো তুমি,আর কেউই পারেনা।
কেউ ছিল কিংবা ছিলনা তা আমি জানিনা!
আমার জন্য অন্য কেউ হবেনা, যে পরশ প্রভু প্রিয়তমার হাতে দেয়।
সে পরশ আর কাকে দেয়?!
আমি এই জাদুতে হারিয়ে যেতে চাইবো আরও হাজার বছর।
যত অপেক্ষা যত আকুতি সব তোমায় ঘিরেই শোভা পায়,
যতক্ষন জানি তুমি আছ আমার কল্পনাও শান্তি পায়।
জীবনের মায়া কিংবা অসহায়ত্ব আমি দেখাবনা।
আমি শুধু ভালোবাসাই বোঝাব, যেটা কিছু শব্দে বোঝানো যায়না, যেটা কিছু হাসিতে বোঝানো যায়না, কিংবা কিছু কান্নাতে, কিন্তু হাজার মাইল দূর হতে রুহ-এর রূহানী থেকেও বুঝানো যায়।
একদিন অনেক দূরে, এই সব কিছুর থেকে, সুখের ঘর হবে আর সুখের সর্বনাশ হবে।
আমি তুমি আর স্বপ্ন ঘেরা এক জোছনা আর পুস্পের উপরের এক মায়াভরা শিশির,
শিশির ঝড়ে যাবে এই ভা-লো-বা-সা ঝড়বেনা,
আর কি খেয়াল রেখো তোমার
না! না! আমি রাখব
আর তুমি আমার...
আর তুমি, আমার তুমি...