তোমার আমার অজস্র জোছনা মায়া
তবু ভিন্ন পথে আমাদের ভিন্ন ভিন্ন ছায়া
এক আকাশের নিচে তবু কতটা দূর
তোমায় দেখার আমার কত তাল বাহানা
সকালে যখন সূর্য উঠে তার আগে অন্তরাত্মা তোমার কাছে যায় চলে, ঘুম ভাঙলে দুচোখ কত কি যে বলে
তুমি আমার কত আপন তবু যায়না তোমায় ছোঁয়া
রঙের তুলি আকাশ মেখে নীল হয় কালো
আমি তো তোমায় পাইনা কাছে আমার মন হয়না ভালো
দুচোখ বুজে তোমায় ভাবা কল্পনাতে তোমায় চাওয়া
যখন ই অদৃশ্য হয় ওই মুখ, তোমায় দেখে আমার একবার চোখ জুড়াতে চাওয়া
এবার নাহয় ডেকো আমায় একটু সময় দেখে
কি হবে বলো আমায় এতকাল দূরে রেখে
পাগলের মত প্রেমিক আমি যে তোমার নাম ডাকে
যত কাজই থাকুক আমার তুমি সবকিছুরই ফাকে


একদিন আমাদের ঠিকানা ও এক গৃহে হবে
আমাদের যে যেথায় থাকুক সন্ধে এলে দেখব তোমায় ঘরে
সকাল হলে এক স্বপ্নে হবে ঘুম ভাঙা, যে রাতে ঘুম হয়নি কেবলি তোমায় দেখে দেখে, রাতে পাহারা দিয়েছি তোমায় জোছনার কাছ থেকে
ওই চাঁদ টাও যেন তোমায় ছুঁয়ে না যায় আমার চোখের আড়াল থেকে...