মাঝরাতে ঘুম ভাঙল এক সুন্দরী দুহিতার
সে শূন্যতার পথে হাটতে শুরু করল
যতদূর সে যায়, শুধু অন্ধকার আর কিছু মেলেনি
হঠাৎ দূর হতে এক শব্দ ভেসে আসে
এই শব্দ সে আগে কখনোই শুনেনি
সে দেখল এক জীবন রক্ষী নদীর ধারে দাঁড়িয়ে তাকে ডাকে
কিন্তু সে তাকে ভয় পেল না
সে ধুকে ধুকে সামনে আগায় যেন জীবন তাকে ডাকছে
দুহিতার পায়ে মনে হল শিকল বাধা, সে শিকল ছিঁড়ে বের হয়ে যেতে চায়,কিন্তু পারেনা
দূরের ওই রক্ষী তাকে এখনো ডাকছে
ছলনার বসে সুখ শান্তি সবই দেখাচ্ছে
এই দুহিতা সেদিন ও সকাল হবার অপেক্ষাতে থাকত, সকাল হলে তার এই নদীর পারে আসতে হবে
সেদিন তার কাছে জীবন ছিল কিন্তু জীবন কি তা সে জানত না
আজ তার কাছে জীবন মানে শুধুই সুখ
এখন এই সুখ এমন অবস্থায় যে সে সুখ থেকে দূরে যেতে চায়
আস্তে আস্তে জীবন রক্ষী মানবীর হাত ধরে নদীর অন্ধকারে মিলিয়ে যায়
এই মানবীর এখানেই জীবন ও সুখ শেষ?
কে কবে জানবে সেখানে এক মানবী ছিল কিনা! সুখে কিংবা বেদনায়!