আজ দুঃখ সুখের গান গাইব
নদীর বুকে নাও বাইবো
যদি এ পথ না ফুরোয়।।
আজ রক্ত জবা লাল হবে আরও
চাইবে শুধু এদিক পানে
যদি এ পথ না ফুরোয়।।
আজ মুক্ত হয়ে হৃদয় শুধু ডাকবে তোমায় আপন মনে কত বছরের দুরত্বটা কমবে কেবল ক্ষণে ক্ষণে।
যদি এই পথ না ফুরোয়।।
সুখের সস্তি ফেলব আজ তোমার কাছে এসে
যাব ওই নীরের ধারে,  সব সুখের শেষে
এক দীর্ঘশ্বাসে সব কষ্ট যাবে মিশে
যদি এ পথ না ফুরোয়।।