ধর কোনো দারুচিনি বা মনপুরার মত নির্জন দ্বীপে তুমি আর আমি।
সঙ্গী কেবল নির্জনতা আর পুবাল হাওয়া।
তুমি আমি হাতে হাত মিলিয়ে প্রজাপতির মত উড়বার চেষ্টায়,
দমকা হাওয়ায় শুরু হল এক পসলা বৃষ্টি শান্ত এক হিজল তলায় দাঁড়িয়ে দুজন বাঁচবার চেষ্টায়।
যাক!
ধর দুজন বসে আছি আর একজন আরেক জনের দীর্ঘশ্বাস গুনছি।
কাটছে অনেক দ্রুত সময়,
তবে ভালো লাগছে মনে হচ্ছে সকল ক্লেশ যেন যাচ্ছে মিশে,
তোমার কোলে শান্তির ঘুমের আয়োজন আমার কিন্তু তোমার দুচোখের জল আমার গালে পরছে।
জিজ্ঞাসা করলাম কাঁদছ কেন?
তুমি উত্তর দিলে এটা কল্পনা প্রিয় বাস্তব নয়।
যাক!
ধর খুব খিদে পেল কি খাব দুজন জলের ধারে বসে হাসছি কাড়ন বাস্তবে হলে সে ব্যবস্থা করেই আসা যেত।
যাক ধর দুজন রাতে আকাশের তারা দেখছি শুয়ে মাটিতে গালে গাল আর মাথায় মাথা মিশে চাঁদের আলোয় যেন তোমার চোখ আরও জল জল করে উঠল! তারা গুলো সুন্দর হলেও তোমার আমার নজর সেখানে নেই এ মন শুধু একে অপরের দিকে।
খুব সুন্দর কল্পনা হল এই কল্পনায় হারাতে অনেক ভালো লাগল।
আবার আসব নতুন কল্পনা নিয়ে।
একদিন এই প্রশান্তি লোকালয়ে ও পাবো নিজের করে নিশ্চই। আমার হয়ে যাবে যেদিন!