সব মায়া, তরী হয়ে ডুবে যায়
বেহায়া হয়ে বালিশ ভিজিয়েছিল এক স্বপ্ন
রূপের রুপকথায় আলো পেয়ে দূরে হেটে চলে যাবে কথিত কল্পকথার নরক
রেখে যাবে সুখের বানী এই হাতির পায়ের নিচে
লিখিবে যত পাথরের গায়ে খসিবে না তার গা
ফলক পরিবেনা বেদনার ছায়ায়
আশ্রয় মিলিবেনা দখিনের জানালার বাতাসে
ডাকিবেনা কেউ করুণ হরষে
ভাবিবে হৃদয় কাপিয়া, জীবন যে মোমের মত গলে যায় সর্বদা
দাড়াইতে চাহিলেও শুয়ে পরিতে হয়