আজ সকাল থেকে মন টা খুব খারাপ করছে।
আর তাদের মন টা খারাপ ই থাকে হয়ত যাদের এই সব কিছুই বলার মত কেউ নেই। হয়ত আছে কিন্তু তাদের সামনে গিয়ে ঠিক, মন থেকে মুখ অবধি সবটা বের হয়না। মন খারাপের কারণ টা বলা যাক। আমি আবার দুঃখ বিলাসী মানুষ। যার মন খারাপ করতে কারণ লাগেনা। মন ভালো নেই সেটুকুই জানি। আর মুখ টা বাংলার পাঁচ করে ঘরের কোনায় চুপ করে বসে থাকি। তখন না ভালো লাগে চাঁদ আর না ভালো লাগে রবী ঠাকুরের গান। শুধু বারবার মাথায় আসে আমার ভীষণ মন খারাপ। আর কি এক অবস্থা আমার মন খারাপ কিন্তু আঁকাস এ আজ বৃষ্টি নেই। আঁকাস কি কাঁদবেনা! না কারও চিন্তা আছে, এই মানুষটার শব্দ নেই কেনো আজ। আসলে যারা দুঃখ পেতে ভালোবাসে তারা নিজেদের ভীষণ আলাদা করেই রাখে। তাই কারোর কাছেই যাওয়া হয়না আপন হবার কথা দূর! আর যদি কেউ হয়েও যায় সেও বেশি দিন টিকে না। মন খারাপ যে মানুষের সে মানুষের কাছে থাকতেই বা কার ভালো লাগে  বলুন। আমরা তো তার ভক্ত হব যার বুক ভার হোক সেটা যেন মুখে না আসে। সব ভুলে হাসি দিব হিহি। আহ্লাদে গদগদ হব! বেজায় খুশি। কেউ যখন দুনিয়া ছেড়েই চলে যায় তখন ও ভাবুন সবাই বলে মানুষটা খুব হাসিখুসী ছিল, সেটাই মনে করা,কে কবে বলেছে এই মানুষ টা খুব দুঃখে ছিল।  আবার কেউ বা যদি মন ভালো করার জায়গা পায় সেখানেও হোঁচট খেয়ে পরতে হয়। কারণ আমার মন ভালো হবার নয়!