আজ বসত-বাড়ি খুইয়ে দিয়েছি,
তোমাতে ঠাই হবে তবে।
রক্ত-কবজ নাই করেছি, তুমি মিশে আছ তাই।
যাহাদিগকে আপন ভেবেছি তাদের হইয়াছি পর।
এবার বলিলে, তুমি নাই তবে, তব হইলো আমার... সব নাই।
আর কিছু কি বাকি আছে বর্ষার শেষের পূর্ণ শূন্যতা ছাড়া?