জীবন আমাকে একবার প্রশ্ন করেছিলো।
তুই যে বলিস তোর কেউ নেই তুই কারো জন্য ছিলি?!
আমি কিভাবে থাকবো এই দগ্ধ হৃদয় নিয়ে।
আমার কি আছে কোনো আশ্রয়?
সন্ধে হলে যার একা লাগে মনে হয় মরে যাই,
আড়াল করতে চায় নিজেকে।
সে কিভাবে অন্যের নিকটে যাবে?!
কিভাবে বলবে আমাকে ভালোবাসো?
সে কি সম্ভব?
হয়ত সম্ভব।
যখন আমি ভিজে হিয়া নিয়া একটা তোয়ালে খুঁজেছি।
তখন তো কেউ বাড়িয়ে দেয়নি তার সেই পরশ।
তাহলে আজ কেন সেই গহীনে আসতে চায়?
কেন সে চাইছে আজ আমার খোঁজ?