এই মন খাদের কিনারায়।
অশ্রু গুনেই দিন কেটে যায়।
যতবার ভাবি বন্ধ হল সব দুয়ার।
ততবার বুক কান্নায় ভেসে যায়।


জানিনা এ কোন পরীক্ষা নিচ্ছে ঈশ্বর
এ যন্ত্রনা কেন যায়না!
কতদিন আর ভোগাবে এ মন?
একজন কে কি ভোলা যায়না?
সব কিছু ঠিক হয় মানিয়ে নিতে শিখি।
এটা কেন পারিনা
এক মনে সবটা মুছে যায় ওই একটা মুখ মুছেনা।


কেন পারিনা সে যেভাবে ভুলে গেছে সেভাবেই ঠিক ভুলে যেতে,
কেন পারিনা সুখে থাকতে সব ভুলে।
কি যে মোহ পরে গেছে, এক জায়গায় মন আটকে গেছে এ মন কেবলি তার নাম ডাকে। ভুলতে চাই ভুলা হয়না।
সে তো পাথর, আমি কেবলি এক বোকা হস্তী
যে মুখ থুবরে পরে বারবার। এক রাত কাটে যেন হাজার বছর হাজার বার।
কোনো এক নাইটমেয়ার নয়, যে স্বপ্ন সকালে ঘুম ভাঙাতো সুখ নিদ্রার সমাপ্তি হয়ে। আজ যেন অশ্রু এসে যায় সেই একই মুখ দেখে।
জানি সে ফিরবে না তবু রোজ দিন গুনতে থাকি এ বোধয় আমার বেদনার সমাপ্তি ঘটল। আজ বোধয় আর মনে পরবেনা। কিন্তু আমার মন যে ভুল করেছে, সে কি আর মস্তিষ্কের দোষ?
বিধাতা তুমি শুনছ? কাছের মানুষকে যদি হারাতে হয় তবে কেন কাছে আনো। একজন মানুষের মনে তখন ই কষ্ট বাড়তে থাকে যখন একজন জীবিত মানুষের জন্য দিনের পর দিন শোক পালন করতে হয়। এই শোক কেবলি রঙ বদলায় কখনো অনুশোচনা হয়, আর কখনো কান্না ঝরায়!