মৃত প্রেম রাতবিরেতে অক্ষরমালা আঁকড়ে ধরে
নিঃশব্দে পাসবালিসে ডুকরে মরে বারংবারে
ছাইয়ের গাদায় সযত্নে বিগত যখন লালন সাজে
নচিকেতার নীলাঞ্জনা দলা পাকায় গলার কাছে


তুলোই মাপুক অশ্রুকণা কাকপক্ষী জানবে না
চোখের নিচটা সত্যবাদী, কালচে গুলোই যন্ত্রনা
বন্যপ্রাণও মানুষ চেনে ভালোবাসায় পোষ মেনে যায়
আর মানব-জীবন ফেরিওয়ালার, সঠিক মুখোশ কেনাবেচায়


প্রেমিকা তোর নতুন সে তোর জন্য গল্প লেখে ?
ঘুম না এলে আলতো হাতে মাথা জুড়ে আদর আঁকে ?
তোর জ্বরে পোড়া কপালটাতে, লক্ষ চুমুর মিছিল করে ?
কবিতাটি ছুঁয়ে দেখিস, কবিও আজ ভীষণ জ্বরে !