চোদ্দই আগস্ট উনিশ্য সাতচল্লিশ
সারারাত অধীর আগ্রহে বসেছিল
খাঁচার টিয়াটা মুক্তির দাবিতে
একএকটা মুহূর্ত একএকটা যুগের অবসান
অবশেষে,ভোরের আকাশে
সে এক অন্য সূর্য সম্মুখে
বিস্ফারিত তার বিজয়ী কিরণ
রাঙিয়ে দিল মনুষ্যত্বহীন খাঁচার দ্বার
আনন্দে নেচে উঠল ছোট্ট প্রাণ
মাটিতে পড়ে থাকা গতকালের
বিমর্ষ ছোলাগুলি পরে রইল হেলায়
স্বাধীনতা ঘোষণার অপেক্ষায়

পনেরোই আগস্ট, মধ্যরাত্রি
পাখিটি মারা গেল -
খাঁচার এক কোণে,
পরে থাকা তার নিষ্প্রাণ দেহ
বারেক বলে উঠল-
"ব্যর্থ হে নেতাজি তুমি,
ক্ষমতার শিকল খুলে
আজ যাকে মুক্ত করলে
তার মনে আজ ক্ষমতার খিদে।
মনকে মুক্ত করতে তুমি ব্যর্থ-
হে মহান নেতাজি,
তাই আজ নিষ্প্রাণ আমি
খাঁচার কোণে,
মৃত্যুর হাত ধরে মুক্তির অপেক্ষায় ।।