ও দেশে এখন গভীর রাত
সুনয়না হয়তো ঘুমোচ্ছে
এ দেশে সূর্যাস্ত আজ রক্ত লাল
ওকে হটাৎ খুব মনে পড়ছে
তোর দেশটা প্রথম বিশ্বে
প্রবাসী স্বামী, পাসপোর্ট থেকে ভিসা
আমার তৃতীয় বিশ্বে সাবেকি জীবন
কিছু ইমোশন কিছু আলগছে হতাশা
সুনয়না প্লিজ, ভোরে জানলা খুলিস
সূর্যকে তোর খবর বলিস
আমি কালকে আবার অস্ত বেলায়
পশ্চিম ছাদে বসবো
অভ্যেসে বাঁচি, একা ভালো আছি
কালকে না হয় সূর্যের কাছে কেমন আছিস শুনবো।