মানুষ অবৈধ পথে অনেক পয়সা উপার্জন করে সত্য
গড়ে তোলে বিলাস বহুল অট্টালিকা রাজপ্রাসাদ
রঙিন সাজ সজ্জার মাঝে শান্তি সুখের আরাম আয়েস খুঁজে
কিন্তু বিধাতার খেলা বুঝা বড় মুশকিল
তিনি পৃথিবীর বুকে পরিচয় তোলে ধরেন অপরাধী
শাস্তির জন্য করেন সুব্যবস্থা
রাষ্ট্রীয় আইনে কঠিন সাজা ভোগ করে হয় জেলখানার আসামী
যাবত জীবন কারাদন্ড ভোগ করে অন্ধকার কুঠুরিতে
জীবনের পরনতি কেউ জানেনা কেউ নির্ধারন করতে পারে না ।


মানুষ অবৈধ সম্পর্ক গড়ে মিটাতে চায় যৌন ক্ষুধা সত্য
নারী কিংবা পুরুষ কামনা বাসনার আনন্দ উৎসবের মেলা জমায়
ক্ষনিকের আত্মতৃপ্তির মাঝে নিজেকে বিলীন করে হারায় সতীত্ব
কিন্তু ঈশ্বরের লীলা নিরবে নিভৃতে
অস্থির করে তোলে প্রান আকাঙ্খার আগুনে পুড়ে করে ভষ্ম
তিনি কেড়ে নেন রুপ যৌবন
স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাঝে বাঁধায় কলহ
সংসারের অশান্তি সৃষ্টি করে অভাব অনটনে বাড়ায় অফুড়ন্ত চাহিদা
ঘৃনা ভালোবাসা কেউ জানেনা অন্তরের জ্বালা যন্ত্রনা কেউ বুঝেনা ।


মানুষ অবৈধ কর্মকান্ডের মশগুল হয়ে আছে
আপন স্বার্থের জন্য পরের ক্ষতি করার চিন্তা ভাবনায় ব্যস্ত
অজ্ঞতার অন্ধকারে আলোর সন্ধান করে করে হয়রান
নেই কোন লক্ষ্য নেই কোন সাফল্য আছে শুধু পরাজয় আর গ্লানি
কিন্তু ভগবান সকলের জন্যই সমান
এই বিশ্ব বহ্মান্ড পরিচালনায় তিনি জগত প্রধান ন্যায় বিচারক
প্রতিটা সৃষ্টিকে তিনি ভালোবেসে সৃষ্টি করেছেন
অত্যান্ত যত্ন সহকারে তিনি সবাইকে লালন পালন করেন
যার সন্তুষ্টির সান্নিধ্যে আশায় বৈধ অবৈধ জানতে হবে মানতে হবে


মানুষের জীবনে বৈধ আর অবৈধ খুবই গুরুত্বপূর্ন চিরন্তন সত্য
ইচ্ছে হলেই পছন্দমত জোর করে ছিনিয়ে নেয়ার অনুমতি নেই
ভালো লাগার মধ্যে আপন পর সম্পর্ক স্থাপন করতে নেই
কারন এক ও অদ্বিতীয় মহান আল্লাহ আছেন
যিনি মানুষকে পৃথিবীতে প্রেরন করেন জন্ম মৃত্যু নির্ধারন করেন
বেঁচে থাকার জন্য তিনি সকল ব্যবস্থা কেন
মানুষের সব কিছুই নির্ধারন করা আছে শুধু মাত্র অন্বেষন করতে হবে
হালাল হারাম পাপ পূন্য ভালো মন্দ জ্ঞান অর্জন করতে হবে
তাহলে পাওয়া যাবে সহজ সরল জীবন যাপনের চাবি কাঠি।