কার নিকটে কি পয়গাম পাঠালেন স্রষ্টা,
ভাবিয়া দেখেছিস কি তুই ও রে ও ভ্রষ্টা?
আল্লাহ ঈশ্বর ভগবান যদি হয় ভিন্ন কেহ,
তবে কেন সৃজনে একই রকম মানব দেহ।
সুন্দরের প্রতিযোগীতা স্রষ্টার কি উদ্দেশ্য,
মূর্খ অজ্ঞানী তুই মানুষ হওয়ারই অযোগ্য।


ক্ষুধার জ্বালা উদরে যদি একি অনুভুতি,
চুক্ষ কর্ণ নাসিকায় কয়জনের কারামতি।
হস্ত পদ কেন মানুষের মাঝে দেখি দুখান,
কতই চিন্তাশীল তুই হিন্দু মুসলিম খৃষ্টান।
শিরা উপশিরায় প্রবাহিত রক্ত সবার লাল,
নারী পুরুষের মিলনে বংশ বৃদ্ধি চিরকাল।


কোথায়  ইব্রাহীম, ঈসা, মুসা, মুহাম্মদ নবী,
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাম কৃষ্ণের জগত দাবী।
বেদ গীতা বাইবেল কুরআন খুঁজেই হয়রান,
তবু কেউ স্রষ্টার সন্ধানে কেন দিলনা প্রমাণ।
স্রষ্টার সৃষ্টি তুই আনুগত্য স্বীকার আবশ্যক,
সেজদা পুজা ভক্তি বিশ্বাসে জগতে সাধক।


জন্ম মৃত্যুর গোপন খবর হলনা কেন প্রকাশ,
আল্লাহ ঈশ্বর ভগবান কে চায় কার সর্বনাশ।
কে বিজয়ী কে পরাজিত জানাইল না কেহ,
বিজয় উল্লাসে তবুও মানুষ করেছে বিদ্রোহ।
সত্য ন্যায়ের নিশ্চয়তা ভুল ধারণায় অধিক,
এক অদ্বীতিয় অখন্ডনীয় ভূমন্ডলের মালিক।