একটি কুরবাণী
তোফায়েল আহমেদ টুটুল

ঈমান আলী মতলব আটে দিতে হবে কুরবাণী,
বাজারের সেরা গরু না কিনলে কি আর সম্মানী।
ধন সম্পদ বাড়ি গাড়ি কত টাকা করছে উপর্জন,
কুরবাণীর গরু দেখে বুঝবে সবাই বড় মহাজন।


এক টুকরা মাংস খেতে কাঁদে গরীব পোলাপান,
বড় গরু জবাই দিয়ে বিয়াইর বাড়ী পাঠায় রান।
ফ্রিজে ভর্তি করে কুরবাণী আবার আসুক ফিরে,
গরু কি আর সস্তায় মিলে খেতে হবে বছর ধরে।

আল্লাহর রাস্তায় পশু জবাই ওয়াজিব কুরবাণী,
ইসলামের আইন কানুনে মান মর্যাদা টানাটানি।
মুসলমানের ঈদুল আজহা ঈমানের সাথে পালন,
শরীয়তের নিয়ম নীতিতে সঠিক পন্থা নির্ধারণ।

সারা জীবন লুট তরাজে কেড়ে নিল পরের ধন,
মুখোশধারী শয়তান সাধু কুরবাণীর এই আয়োজন।
পশুর রক্তে রঞ্জিত লাল ঈমানের দীপ্ত প্রদীপশিখা,

কুরআনের বচনে লেখা খুঁজে দেখরে অধম বোকা।