আমার দুঃখে আমি কাঁদিরে
দয়াল তোমারি দরবারে,
জেনে শুনে পাপ করেছি
জীবন ভরে রে দয়াল জীবন ভরে।


ফুটিল যৌবনের ফুল স্বাদের এই জীবনে,
ফুলের গন্ধে আকুল হয়ে ঢুকিলাম বাগানে।
এখন কাঁটারি আঘাতের ক্ষত যন্ত্রণা হয় প্রাণে,
জেনে শুনে পাপ করেছি জীবন ভরে রে
দয়াল জীবন ভরে।


কুঁড়াইয়া হরেক ফুলের গাঁথি প্রেমের মালা,
ভালোবেসে কেউ কখনো দিলনা যে দোলা।
এখন শুকালো ফুলের পাঁপড়ি ঝরে নিশি দিনে,
জেনে শুনে পাপ করেছি জীবন ভরে রে
দয়াল জীবন ভরে।


মলিন ফুলের মর্মর ধ্বনি বাজে বীণা তারে,
নাম পরিচয় হল বিলীন এই ভূবন মাঝারে।
এখন ব্যথিত হৃদয়ের ক্রন্দণ কেউতো না শুনে,
জেনে শুনে পাপ করেছি জীবন ভরে
দয়াল জীবন ভরে।


নরম কোমল তাজা ফুলে পবিত্র যে সুবাস,
সাজাইতে ফুলদানিতে করেনা আর চাষ।
এখন অনাদরে এই টুটুলে কাঁদে তাই গোপনে,
জেনে শুনে পাপ করেছি জীবন ভরে
দয়াল জীবন ভরে।