আমার প্রেম
তোফায়েল আহমেদ টুটুল

আমার বুকে হৃদয় নীড়ে
প্রেমের হল বসবাস,
লোকের কথায় প্রেমে পড়ে
আমার একি সর্বনাশ!!

                 লোক সমাজে নিন্দার কথা
                 স্বাধ পেলাম তিতা মিঠা,
                 কলঙ্কের ঢোল বাজাল সবাই
                 কপালে বদনামের ফোটা।।

দুরন্তপনা মনটা যে আমার
লাগামহীন ছুটছে ঘোড়া,
কে আপন কে পর তাহার
ভাবলে হই যে দিশেহারা।।

                  কি যে ব্যথার আঘাত বুকে
                  ছটফট করি রাত্রি দিনে,
                  কাঁটার জ্বালায় ক্ষত বিক্ষত
                  বেদণার যন্ত্রণা প্রাণে।।

ক্ষণিক যাকে হৃদয় গহণ
সাজানোর ব্যস্ত কল্পনা,
বিলীন হয় আঁখির স্বপন
পাড়া পড়শী কেউ জানেনা।।

                     দিলের খবর জানবে কে
                     আমি ছাড়া বন্ধু কারা,
                     শুদ্ধ প্রেম আত্মার ডাকে
                     অস্থিত্ব বিলীন শর্ত ছাড়া।।

কামনার বাসনা মিটাতে
দুটি দেহের হয় প্রয়োজন,
পবিত্র প্রেম সাধন জগতে
আপন মন করে আয়োজন।।

                   মনের মাঝে আশার প্রদীপ
                   সুখের গন্তব্যে তুমি,
                   আমার প্রেমের গোপন খবর
                   জানে শুধু অন্তরযামী।।