মনের দুয়ারে এসে তুমি করলে যখন কঠিন আঘাত
এতো আঘাত নয়, সদ্য ফোটা, আমার প্রেমের পারিজাত।
হৃদয় কাননে বসে তুমি সাজালে যখন ফুলের মেলা,
সৌরভে মোর উতলা প্রাণে কোমল পাঁপড়ির সুখের দোলা।
অন্তরের অলি গলি রাঙ্গা পায়ে যখন তোমার বিচরণ,
নূপুরের ঝংকার রুমঝুম তালে বুকে আমার তোলে শিহরণ।


অবাক দৃষ্টি সীমা পেরিয়ে হেরিতে চায় মানসীর ছবি,
বুকের গহণ অব্যক্ত ভাষা ভালোবাসা শুধু করছে দাবী।
উদাস চিত্তের ভাবনাগুলো এলোমেলো সব যায় হারিয়ে,
হঠাৎ কখন অভিষারে এসে সামনে দেখি তুমি দাঁড়িয়ে।
আবোল তাবোল নেশার ঘোরে জড়িয়ে ধরি আলিঙ্গনে,
ব্যথাতুর এই হৃদয়ের ক্ষত শূণ্য আমি তুমি বিহনে।


আকুল প্রাণের ব্যকুলতা বলবো তোমায় মনের কথা,
একাকী এই লীলা খেলায় ভাঙ্গবে তুমি নিরবতা।
গুপ্ত হতে ব্যক্ত হয়ে প্রকাশিবে তুমি নাম পরিচয়,
আপন ভেবে সঙ্গী করে সাজিয়ে দাও এই জগতময়।
স্বপ্ন আশায় বিভোর থাকি আসবে তুমি মোর প্রিয়া,
অমর প্রণয় বাঁধবে তুমি চিরতরে স্বর্গ গড়তে এই দুনিয়া।