ওরে বাছা আমার,
সাত রাজার ধন মানিক রতন,
মায়ের বুকে নিরাপদ আশ্রয়ে সুখ নিন্দ্রায় বিভোর,
ঘুম ভাঙ্গেনা সন্তানের কভু
মায়ের আর্তনাদের করুণ ক্রন্দণ।।


ওরে বেটা আমার,
পিতার ঔরশে জন্ম তোর বংশ মর্যাদায় শ্রেষ্ট,
বাবার ন্যায় নীতির আদর্শ গাঁথা সুউচ্চ আসন,
অন্যায় অত্যাচারে নিষ্পেষিত কলঙ্কে প্রবিষ্ট।।


ওরে ভাই আমার,
বোনের মধুর ডাক নিরাপত্তার দাবীতে ভরসার অবলম্বণ,
কামনার অনলে  চিতায় সাজিয়ে শশ্মাণে দাহণ,
বোনের সতীত্ব হরণ।
ভাইয়ের বুকের রক্তে রঞ্জিত পাঞ্জাবির পতাকা হাতে,
ক্ষমতা শক্তির দাপটে কেড়ে নিলাম প্রাণ
স্নেহের সহোদর কিবা জৈষ্ঠ্য ভ্রাতাকে আঘাতে।।


আমি তুমি তোমরা আমরা
সকলেই আজ সেই কাতারে।
কে আছে জোওয়ান,
হবে কি সে আগুয়ান।
সত্য ন্যায়ের ঝান্ডা উড়িয়ে
মানবতার গানে,
বিজয় নিশান,
বিশ্ব জয়ের প্রতিজ্ঞা নিয়ে।