পাপ কি পূণ্য তা আমি জানিনা,
ধ্যানে জ্ঞানে সর্বদা করি কামনা,
সুখি সুন্দর শান্তিময় জীবন রচনা,
তোমার দরবারে সুধাই প্রার্থণা।


সুনিপুন শিল্পে সৃষ্টি শ্রেষ্ট ইনসান,
তার জীবন জগতে তোমারি দান,
তুমিতো দিবে জানি মঙ্গল কল্যাণ,
অতীত ভবিষত সাজিয়ে বর্তমান।


তার অন্তরে নিত্য বিরাজ কর তুমি,
চলার শক্তি বলার যুক্তি দিয়েছ তুমি,
ভাল মন্দ করুণার জ্ঞান দিয়েছ তুমি,
আমার কি সাধ্য তার উপকারে আমি।


বাবা মা ভাই বোন আপন কেউ নয়,
তোমার সৃষ্টি এ কথা চিরন্তণ নিশ্চয়,
বালা মুসিবত দুঃখ কষ্টে দিবে আশ্রয়,
তোমার দয়াতে স্বার্থক জীবনের জয়।


তুমি তাকে সাজাও প্রভু যত্ন সহকারে,
তোমার প্রিয় হয় যেন সঠিক পথ ধরে,
ইহকালে পরকালে মুক্তি দিও হাশরে,
তার জন্য এ মোনাজাত পবিত্র অন্তরে।