আমার জগত মাঝে
কেহ নাই আর
তুমি ছাড়া আপনজন
ভালো রাখো মন্দ রাখো
দায়িত্ব তোমার মতন


সুখে আমি চাই হাসিতে
আনন্দ পেয়ে
দুঃখের সাগরে ভাসাও
বাঁচাও কাঁদিয়ে
ব্যথার আঘাত প্রাণে সয়ে
আশায় বাঁধি মন


ইচ্ছে হলে ডাকি তোমায়
দুহাত তোলে চাই
ভুলেছি জ্বালা যন্ত্রণা
পাই বা না পাই
তোমার কিন্তু কর্তব্য নাই
আমার প্রয়োজন


তুমি রাখো তোমার হিসাব
পাপ পূণ্য আমার
অসহায় এই আমি খুঁজি
উপায় বেঁচে থাকার
পথের মাঝে আলো আঁধার
দিশেহারা গমণ


সন্তুষ্টি অর্জনে তোমার
লাভের ষোলআনা
লোকসানের দায় কাঁদে আমার
আমলনামার গুনা
টুটুলের দোযখ ঠিকানা
বেহেস্ত কি বারণ