শুন ভাই মুসলমান শুন মুমিন
সামনে আসিবে তোমার কঠিন দিন


এতো বড় পৃথিবী তার কাছে দাবী
বাঁচার আশ্রয় তুমি পাইবানা
আজরাঈল আসবে যেদিন
দৌড়ে আসমান জমিন
কোথাও নেই তোমার আপন ঠিকানা
সামনে পিছনে যারা ডানে বামে খাড়া
বুঝবেনা চোখের ইশারা সংজ্ঞা বিহীন


পাইয়া ক্ষমতা ভার জোর জুলুম অত্যাচার
শক্তির দাপটে কত বাহাদুরি
ন্যায় নীতির সত্য মিথ্যা
সুদ ঘুষের বিধানদাতা
তোমার নামে দেখবা সমনজারী
উকিল মুক্তার যত আইন আদালত
সুপারিশে কেউ তোমার হবেনা জামিন


আসিয়া একা ভবে চিরদিন কে রবে
জীবনের হিসাব তুমি রাখলানা
আসার বেলায় নিয়ম নীতি
যাওয়ার বেলা বিষম ক্ষতি
ভাই বন্ধু আত্তীয় স্বজন সঙ্গী হলোনা
শান্তি সুখের ঘরে আসবে টুটুলের দ্বারে
নিবে জোর করে দুনিয়া রঙিন