সৃষ্টি রুপে স্রষ্ঠার প্রকাশ সুন্দর এই জগত,
মানব জতির বংশবৃদ্ধি পিতা-মাতার মহব্বত।
কামনা বাসনা যত জৈবিক চাহিদার তৃপ্তি সুখ,
মাতৃগর্ভে পিতার অস্থিত্ব গর্বিত পুরুষের বুক!
জন্মসুত্রের কলা কৌশল সন্তান দাবী বাবার,
পৃথিবীর বুকে মানুষ পরিচয়, শ্রেষ্ট উপহার!


দায়িত্বশীল উদার প্রাণে আত্মত্যাগে চির মহান,
ক্ষুধা-তৃষ্ণা নিবারণে ভূমিকাতে বাবাই প্রধান।
স্বপ্ন আশা সঞ্চালনে সন্তানের নিরাপদ জীবন,
বাঁচাইতে মানব শিশু, নিষ্ঠা ভরে কর্তব্য পালন।
হাড় ভাঙ্গা পরিশ্রমে আয় রোজগার সংসারে,
বাবার উপর নির্ভরশীল ঠাই নিলাম পরিবারে।


জীবন যুদ্ধে দুরন্ত সৈনিক দীপ্ত অনির্বাণ শিখা,
সন্তানেরা বাবার কপালে সাফল্যের রাজটিকা।
আমি যেন লক্ষ্যবস্তু শর্তবিহীন অধিকার প্রাপ্ত,
বৃদ্ধ অসহায় বাবা আমার কাছে চির অভিশপ্ত।
আদর যত্নের স্নেহের মাঝে রাজপুত্র রাজকন্যা,
আমি অধম নিকৃষ্ট বাবার চোখে অশ্রু বন্যা!


সৃষ্টিকর্তা পালনকর্তা বাবা জগতে দেয় সফলতা।
খোদার পরে বাবার জন্য পবিত্র আসন পাতা,
অকৃতজ্ঞ সন্তান ভবে ভুলিয়া গেল আশ্রয়দাতা!
পাপ পূণ্য চরণ সেবায় ভক্তি শ্রদ্ধায় জন্মদাতা।
অমর কেন হয়না বাবা সন্তানেরা থাকতে বেঁচে?
অমূল্যধন মানিক রতন পৃথিবী যার পায়ের নীচে।