অথৈ জলে নাও ডুবাবি
করিস না বাহাদুরী
পারের মাঝি হইবেরে তোর
এই নারী


কুল কিনারা পাইবিনা তুই
নদীর ঘাটে আসিয়া
ভরা গাঙ্গের ঢেউয়ের সঙ্গে
যাইবিরে তুই ভাসিয়া
লাগলে হাওয়া রঙ্গিন পালে
দিবিরে তুই হাল ছাড়ি


ঝড় তুফান নদীর গর্জন
উঠবি ভয়ে কাঁপিয়া
নোঙ্গর করতে বেহুশ হবি
মরবিরে সাতার দিয়া
হাবুডুবু খাইবি জলে
মাস্তুল খাড়া করি


জোয়ার ভটায় নদীর পানি
স্রোতের ধারা দেখিয়া
কাতর পিপাসাতেরে তোর
পরান যাবে উড়িয়া
অসাড় দেহ এই টুটুলের
থাকবেনা জারি জোরি