মানব জনম ধন্য হইত আমার
আসিয়া জগতে
আমি জানি গো ও আমি বুঝি গো
কি আনন্দ বেঁচে থাকাতে


ঘর দিলা সংসার দিলা
বাসনা জাগাতে
দয়াল বাসনা জাগাতে
জীবন যৌবন পুঁজি দিলা
দেনার দায় শোধিতে


প্রেম প্রীতি ভালোবাসা
আপন ইচ্ছাতে
দয়াল আপন ইচ্ছাতে
শান্তি সুখের স্বপ্ন আশা
ভয় শুধু হারাতে


পাবো বলে ধৈর্য্য রাখি
চাওয়া পূরন হতে
দয়াল চাওয়া পুরন হতে
অভাবে হয় স্বভাব নষ্ট
টুটুল ডুবে পাপে