বেহায়া বাঁশিরে
সুর দিয়া কেন জ্বালাস বল তুই আমারে ২
লোকে বলে স্পষ্ট আমি নাকি নষ্ট ২
দেয় যে সবাই কষ্ট এই কলঙ্কীনিরে ঐ


নাম ধরিয়া ডাকিস কেন
বসে কদম ডালে
দোহাই লাগে নামটা আমার
যাসনারে তুই ভুলে
নিন্দার অপবাদ দিসনা অভাগীনিরে ঐ


জাত কুলমান সব হারিয়ে
মরছি আমি লাজে
সতী নারীর অন্তরের প্রেম
মানুষে কি আর বুঝে
অবলা পাইয়া সকলে অপমান করেরে ঐ


বান্ধিলাম পিরিতের ডুরে
স্বর্গ সুখের আশায়
গলায় পড়ে কলঙ্কের ফাঁস
তিলক চন্দণ ফোটায়
বাঁচা মরা তোর কারণে জগত মাঝারেরে ঐ


বেহায়া বাঁশিরে
সুর দিয়া কেন জ্বালাস বল তুই আমারে ২
লোকে বলে স্পষ্ট আমি নাকি নষ্ট ২
দেয় যে সবাই কষ্ট এই কলঙ্কীনিরে ঐ