কি দিয়া মানুষ গড়িলা  ও বিধিরে
বুঝিতে পারিনা তোমার লীলা
ভবের বাজারে পাঠিয়ে আমারে
ঘুরাইলা রঙ্গের মেলা

ছায়াবাজী পুতুল রুপী বানাইয়া পুতুল
ক্ষুধা তৃষ্ণার জ্বালা বুকে বাসনা আকুল
রঙ মেখে সঙ সাজি সুখেতে হাসি
দুঃখ কষ্ট যাতনাতে নয়ন জলে ভাসি

আড়ালে তুমি বসিয়া যতনে আমায় গড়িয়া
ভূবনে একা পাঠাইলা
ও বিধিরে বুঝিতে পারিনা তোমার লীলা

ভিতরে বাহিরে তুমি আছো দেহ মাঝে
শক্তি ক্ষমতা তোমার আমার সকল কাজে
সামনে পিছনে তুমি আছো ডানে বামে
উত্তর দক্ষিণে আমার পূর্ব পশ্চিমে

আমারে ফাঁকি দিয়া কুপথে রোজ টানিয়া
জগতে পাপী বানাইলা
ও বিধিরে বুঝিতে পারিনা তোমার লীলা

কি দিয়া মানুষ গড়িলা  ও বিধিরে
বুঝিতে পারিনা তোমার লীলা
ভবের বাজারে পাঠিয়ে আমারে
ঘুরাইলা রঙ্গের মেলা