ভক্তিমুলুক গান


আর কত কাল কাঁদবো আমি তোমারি আশায়
আমার দয়াল গো
আর কতকাল কাঁদবো দুনিয়ায়।।।।


মাতৃগর্ভে জন্ম দিয়া পিতার পরিচয় নিয়া
এই নীতি বল কার লেখায়
আমার দয়াল গো
এই নীতি বল কার লেখায়
ধনী গরীব উঁচু নীচু আমির ফকির কত কিছু
রাজা প্রজা পাতানো খেলায়।।।।


হিন্দু মুসলিম সর্বস্তরে তর্ক করে জাত বিচারে
সত্য মিথ্যা বল কে কোথায়
আমার দয়াল গো
সত্য মিথ্যা বল কে কোথায়
বৌদ্ধু খৃষ্টান জগত জুড়ে সৃজন তোমার নির্বিচারে
তবুও মানুষ বিবাদে জড়ায়।।।।


আল্লাহ ঈশ্বর ভগবান বিশ্বাসের ডাকে সমান
মসজিদ মন্দিরে খুঁজে সেজদা পুজায়
আমার দয়াল গো
মসজিদ মন্দিরে খুঁজে সেজদা পুজায়
সৃষ্টি কর্তা পালন কর্তা জীবন মরণ দেয় বিধাতা
একজনের গুণ কীর্ত্তণ গায়।।।।


জ্ঞান বুদ্ধি দেহের শক্তি মানব জীবনের মুক্তি
বিপদ আপদ তোমার ইশারায়
আমার দয়াল গো
বিপদ আপদ তোমার ইশারায়
সুখ শান্তি হাসি কান্না পাপ পূণ্য দেনা পাওনা
দুঃখ কষ্ট হিসাবের খাতায়।।।


আমি অতি ক্ষুদ্র জ্ঞানী ভালো মন্দ নাহি জানি
হেলায় খেলায় দিন কেটে যায়
আমার দয়াল গো
হেলায় খেলায় দিন কেটে যায়
টুটুলের এই মোনাজাত পরকালে দিও নাজাত
আর কিছু ধন চাই না দুনিয়ায়।।।।


আর কত কাল কাঁদবো আমি তোমারি আশায়
আমার দয়াল গো
আর কতকাল কাঁদবো দুনিয়ায়।।।।