ফুল হয়ে বৃন্তে ফোটে আছি
কেউ ভাবছে কুড়িয়ে মালা গাঁথবে
কেউ সুন্দর করে ফুল দানিতে সাজাবে
কেউ দেবতার চরনে পুজা আরাধনায় রাখবে
আর আমি ভাবছি কখন ঝরে পরতে হবে
মিষ্টি ঘ্রানের সৌরভ নিয়ে এসেছি
কেউ হতে চায় সুভাষিত গন্ধে আকুল
কেউ হতে চায় মধুর সন্ধানে ব্যকুল
কেউ নরম কোমল পাঁপড়ি ছিড়িতে চঞ্চল
আর আমি চাই কেউ যেন না করে ভুল
পৃথিবীকে সাজাতে আমি এসেছি
রুপ রস সৌন্দর্য সবি দিল অন্তরযামী
প্রেম ভালোবাসা ছড়াতে দিবস যামী
আমার ক্ষতি করবে কেন বল তুমি
এগো তুমি আমি স্বর্গ গড়ি মাটির ভূমি