(একটা অশুভ প্রেমের শেষ পরিণতি কখনো স্বার্থক হয়না। কোন একজনের বুকে জমে থাকা কষ্টগুলো কাব্যরুপে প্রকাশ করার বৃথাই চেষ্টা ছিল। জানি না সে কখনো উপলব্দি করতে পারবে কি না। তবে ক্ষমা করবেন যদি ভুল করেও কারো জীবনের সাথে মিলে যায় আপনারা চিনতে পারেন তবে জানানোর প্রয়োজন নেই। আর  জন্য কোনভাবেই আমাকে দায়ী করবেন না
টুটুল)


বৃথাই জানি চেষ্টা ছিল আমার তোমায় গড়িতে
বুঝিতে অব্যক্ত ভাষাগুলো চোখের চাহনিতে।
প্রতিটি নিঃস্বাসে তোমার মাঝে করেছি বিচরণ
অনুভবে করেছিলাম হৃদয়ে শুধু তোমাকে ধারণ।
আমার আমিকে হারিয়েছিলাম অস্থির ভাবনায়
হাটাতে চেয়েছি তোমায় আমার মনের আঙ্গিনায়।
সোনা রুপার যাদুর কাঠিতে শান্তি সুখের পরশে
নিদ্রায় মগ্ন রাখিতে শুধু থাকতাম শিথানের পাশে।
সুস্থতা মঙ্গল কল্যাণে তোমার দীর্ঘায়ু জীবন কামনা
তোমার সেবা যত্মই করা ছিল আমার নিত্য সাধনা।


সত্যিই বুঝিতে অক্ষম ছিলাম তোমার চাহিদা
তাইতো সবকিছুতেই দিয়েছিলে বিরক্তির বাধা
তবুও কঠিন পণ করে অবহেলা উপেক্ষা করে
আঘাত অপমান জ্বালা সয়েছি বিশ্বাসের জোরে
নিশ্চয় বিধাতা জানেন প্রেম ভালবাসার পবিত্রতা
আমার অন্তরেও তোমাকে নিয়ে সেই আসন পাতা
পাপের মাঝে ডুবাতে কভু চাইনি তোমায় আমি
কঠিন পাপের অতল গভীরেই ডুবুরি ছিলে তুমি
খোদার চির অভিশাপ যেথায় মানুষের ঘর ভাঙ্গা
মিথ্যা প্রেমের ফুলঝুঝিতেই জীবন তোমার চাঙ্গা


কখনো ভাবিনা তোমাকে আমি খুব খারাপ ছেলে
তাইতো পাপের মাঝে ডুবিয়া ফিরাতে চাইছি ছলে
হয়তো তুমি করবে ঘৃণা ইচ্ছে যত আমাকে জানি
তবুও আমি চিরবন্ধনে বদলাইয়া দিব জীবন খানি
ক্ষনিকের তরে পরিচয় দুজনের থাকবনো চিরকাল
সাজিয়ে তোমার সুন্দর জীবন হয়ে যাব চির আড়াল
তখন কিন্তু ডাকবোনা আর পাপের রাজ্যে তোমায়
জানি কভু খুঁজবেনা আর তোমার জীবনে আমায়
হয়তো জানি আমাকে নিয়ে কৌতুহলের প্রশ্ন তোমার
সব কথা যায়না বলা নিরুপায় আমি সত্যিটা বলার


দোষ দিবনা কোনদিন তোমায় ধৈর্য্যশক্তির অভাব
কষ্ট চেপেই বুকের ভিতর দিতে চাইনা আর জবাব
সবসময় করি বিরক্ত তোমায় রাগ হওয়া স্বাভাবিক
চিন্তা চেতনায় অস্থির আমি তোমায় ভেবে অধিক
আমার কর্মের প্রতিফল আমায় করতে হবে ভোগ
বাড়ছে রোজ তোমার কাছে আমাকে ঘৃণার সুযোগ
তুচ্ছ আমি তোমার কাছে ভাবিনি কোনদিন একথা
দুরে সরিয়া গেলে নিশ্চয়ই পাবে হয়তো আরো ব্যথা
আত্ম অভিমানী তুমি কখনো নিভেনা কাছে ডাকি
তাইতো এখন উচিত আমার তোমাকেই দিতে ফাঁকি


বিশ্বাস ভক্তি প্রেমের মাঝে নিরাপদ আশ্রয় যেথায়
তোমার গন্তব্যে পৌছে দিব ছিলাম এই প্রতিজ্ঞায়
হাসি আনন্দে ভরিয়ে দিতে করেছিলাম শুধু ভুল
আজকে দেখি ভেঙ্গে গেছে মোর হৃদয়ের দুই কুল
শক্তি সাহস নেইতো আমার বাঁচার নেইতো আশা
তোমার মাঝেই তুমি থাক হোকনা যতই সর্বনাশা
আমার কোন দায় নেই জানি অধিকার নেই বলার
মুক্ত তুমি স্বাধীন তুমি করবোনা শাসন জীবনে আর
মিছেই কেন দায়িত্ব কর্তব্য বৃষাই চেষ্টা সংশোধনের
মূল্য কি আর হবে কভু তোমার নিকট এই অধমের