নিঃস্ব আমি রিক্ত হস্তেই ঘুরি দ্বারে দ্বারে,
পুঁজি মুলধন সম্পদ যত লুটে নিল চোরে,
দরজা খোলে একা একা নিদ্রাতে রই ঘরে,
সুযোগ বুঝেই সিঁধ কাটিয়া সর্বনাশ করে।


মুখ দেখাইবো কেমন করে লইয়া কলঙ্ক,
চুরির দায়ে আসামী সাজায় একি আতঙ্ক,
টাকা পয়সা সোনা দানা ঠিকঠাক পালঙ্ক,
কেমন ধন করল ডাকাতি বুঝেনি শশাঙ্ক।


পাড়া পড়শী বাদী এখন স্বাক্ষী সর্বজনে,
নিন্দা ঘৃণার অপবাদ রটায় কানে কানে,
সহজ সরল স্বভাব চরিত্র গড়েছি জীবনে,
চোরেরা চুরি করে আমি হই শূণ্য ভূবনে।


টের পাইনি চোরের আগমন আধার রাতে,
ধরিব কেমনে তারে ছিলামনা পাহারাতে।
সাধুবেশে হাসি মুখে ঢুকিল ঘরে প্রভাতে,
অবুঝ জ্ঞানে সন্দেহ নেই কাঁদাবে ধোকাতে।


একুল ওকুল দুইকুল আমার হল বরবাদ।
জানিনা দারুণ চোরায় কি মিটালো স্বাধ,
পিতা পুত্র আত্মীয় স্বজন করেনি প্রতিবাদ,
জামিন ছাড়া বিনাদোষে শাস্তির ফরিয়াদ।