আমি ডাকি তোমায় পরাণ ভরে
             ও হে দয়াময়
              হইওনা নির্দয়
      আমি ডাকি তোমায় তুমি
               হইওনা নির্দয়।।


ডাক দিয়ে দাও ডাক শিখিয়ে
যে ডাকে যাবো তোমায় পেয়ে
    ডাকি সদাই আকুল হয়ে
            জুড়াতে হৃদয়
             ও হে দয়াময়।।


আমি তোমার পোষা পাখি
যেথায় রাখ সেথায় থাকি
  বন্দি খাঁচায় মুক্ত স্বাধীন
            দিয়েছো আশ্রয়
              ও হে দয়াময়।।


ডাকে যে জন জনম ধরে
দাও কি সাড়া তার অন্তরে
আসল নকল নাম ডাকিতে
         কাটেনা শংশয়
          ও হে দয়াময়।।


তোমার নামের গাহিতে গান
দিবস যামী খুঁজেই হয়রান
বিরাজ যদি হও বর্তমান
            শুনিবে নিশ্চয়
             ও হে দয়াময়।।


আমার ডাক কি শুনবে তুমি
দুর থেকে কাছেই পাব আমি
   অভিমানের এই লুকোচুরি
             কেন অভিনয়
              ও হে দয়াদয়।।


জগতে অতি দয়ালু মহান
টুটুলের ডাক হোক অবসান
তুমি আমি সমান সমান
          ডাকের পরিচয়
           ও হে দয়াময়