আমারে নি করবে বন্ধুর
চরণ সেবার দাসী
মরার পরে কইও তোমরা
ওরে জগত বাসী


দুর বিদেশে বনাবাসে
কাটাইলাম জীবন
দেখা সাক্ষাত হইলনারে
চিনবে কি আপন
বন্ধু আমার প্রানের স্বজন
ডাকলাম দিবানিশি


বিঁধিল নিন্দারি কাঁটা
বিষ মাখানো কথা
অন্তর পুইড়া কয়লা হইল
সাজানো এক চিতা
কলঙ্কের হার শোভা গাঁথা
লোকসমাজে দোষী


প্রেম শিখাইয়া যে আমারে
করল ছলচাতুরি
মন দিয়া তার মন পাইলামনা
বিচ্ছেদ জ্বালায় মরি
টুটুলের এই আহাজারি
দন্ড বিধির ফাঁসি