আল্লাহর পবিত্র কাবা পৃথিবীর মধ্যভাগে মক্কা নগর,
ইবাদতের শ্রেষ্ট কাবা রয়েছে মানুষের দেহের ভিতর।
মানব দেহে কাবা আছে অজ্ঞানী কভু রাখে না খবর,
সরল দেশে মুক্তির অনুসন্ধানে দিবা নিশি কাঁদে অন্তর।


বিশ্বে মুসলমান যত হজ্জ পালনে ব্রত গেল মক্কা মদীনায়,
কুরবাণী করিল পশু যশ খ্যাতির সুনাম লাভের আশায়।
যাকাত দিয়া বেশি বেশি গৌরবে হয় মহাখুশি মর্যাদায়,
দেহ কাবার দরজা খুলে ঢুকলোনা কেউ লুটাতে সেজদায়।


নামী দামী কোটি পতি কে করতেছে দেখ দেহের ইমামতি,
টাকা পয়সা ধন সম্পত্তি হারাম উপার্জনে নিত্য করে ক্ষতি।
অপবিত্র নাপাকি দেহে ইট পাথরের ঘরে জ্বালিয়ে মোমবাতি,
মক্কা মদীনায় গিয়ে সকলের আসওয়াদ চুম্বনের মাতামাতি।


দেহর কাবা কোন পাশে হজ্জ যাকাত রোজা কোন মাসে,
কোন কারিঘর কোন দেশে নিত্য বসবাস যার আনায়েসে।
কার সাথে স্বাক্ষাতের আশে ভক্তির নত শির পাগল বেশে,
মুর্খ মানুষ রয় বেহুশে ভুলের মাঝে সর্বদা যেজন উদাসে।


দেহের মাঝেই মক্কা মদীনা আছে আরাফার ময়দান
জগতে একমাত্র জ্ঞানী সাধন ভজনে বধ করে শয়তান।
মন মিনারে মুয়াজ্জিন প্রতিদিন ফুঁকাড়ে সত্যের আযান,
হৃদয় মসজিদে নামাজ আদায় ঈমান আমলে মুসলমান।