দেহখাঁচা মাটির গড়া
মাটিতে হয় চলা ফেরা
তবে কেন এই মানুষের
ভিতরে অহংকার ভরা


ফুল ফল ফলে ফসল
মাটিতে ধারন হয় জল
শক্তি ক্ষমতায় মানুষ করে দখল
মানুষের বাহাদুরি থাকে অটল
মাটির উপর হইয়া খাড়া


কাম ক্রোধ লোভ লালসা
পৃথিবীতে বাঁচার নেশা
ক্ষুধা তৃষ্ণা নিবারনে কত পেশা
ছল চাতুরীর রঙ তামাশা
রুপ নগরে পোশাক পড়া


সাড়ে তিন হাত লম্বা মানুষ
মোহ মায়াতে বেহুশ
চিন্তা ভাবনার মাঝে হারাইল হুশ
জ্ঞান বুদ্ধি বিবেকের দোষ
ভাইঙ্গা গেলে লয়না জোরা


মাটির বাড়ি মাটির ঘর
বিছানা মাটির উপর
টুটুলের শেষ ঠিকানা মাটির কবর
মাটির মানুষ মাটির খবর
মাটি কেনা বেচা করা