দুই চোখের ভিতরে রেখেছি তোরে
তুই ছাড়া অন্য কিছু দেখি কি করে

সুখে দুঃখে সারাজীবন থাকে পাশে পাশে
দুইজনে সমানে কাঁদে সমানে হাসে
এই চোখেরি তারায় মায়া ছলনায়
চোখের মণি তুই যে আমার আলো আঁধারে

স্বপ্ন সাজায় বাঁচার আশায় রঙ্গিন এই দুনিয়ায়
দুইজনে সমানে জাগে সমানে ঘুমায়
এই চোখেরি স্বপন আনন্দের ভূবন
চোখের পলক তুই যে আমার কাছে দুরে

রুপের ঝলক এই পৃথিবীর যা কিছু সুন্দর
দুইজনে সমানে খুঁজে সমানে নজর
এই চোখেরি পাতা প্রকাশে কথা
চোখের ভাষা তুই যে আমার নিরব সুরে