আমি পাপী বলে চোখের জলে
দিবা নিশি বুক ভাসাই
দয়াল কোথায় পাই
তুমি এতো পাষান নাম রহমান
তবুও তোমার দয়া নাই


এক অদ্বিতীয় তুমি
জগত প্রধান স্বামী গো
বিচারাধীন হই আসামী
কাঠগড়ায় আমি দাড়াই
তোমার দয়া নাই


কত অপরাধের ভয়ে
অনুতপ্ত ক্ষমা চেয়ে গো
বিশ্বাসেরি ভক্তি দিয়ে
সেজদাতে আমি লুটাই
তোমার দয়া নাই


বিধি নিষেধ জারি করা
আদালতে আইনের ধারা গো
বিচারকার্য স্বাক্ষী ছাড়া
কঠিন সাজা আমি পাই
তোমার দয়া নাই


জর্জকোর্টেতে রায় হলে
হাইকোর্টেতে আপিল চলে গো
জামিন পেতে এই টুটুলে
উকিল মুক্তার কারে চাই
তোমার দয়া নাই