গীতি কবিতা


এই বিশ্ব ভূবনে প্রকাশে গোপনে-
কেউ পেলনা প্রভু তোমার সন্ধান,
নবী রাসুল গনে খুঁজে ধ্যানে জ্ঞানে ২ বার
কেউ পারেনি দিতে কোন প্রমাণ। ঐ


মসজিদ মন্দিরে মক্কার কাবা ঘরে-
মশগুল নত শিরে মানুষ হয়রান,
ভক্তির পুজায় লুটিয়ে সেজদায় ২ বার
প্রশংসায় গাইছে তোমার গুনগান। ঐ


বাইবেল কুরআনে শাস্ত্র বেদ বিধানে-
পরিচয় দিলে তুমি দয়ালু মহান,
বিশ্বাসের মর্যাদা ভাঙ্গিলে ওয়াদা ২ বার
করুণার দানে তুমি নিঠুর পাষাণ। ঐ


জানিনা ভালোবেসে আড়ালে কে হাসে-
বিনা দোষে আমায় করলো অপমান,
সৃষ্টির শ্রেষ্ট মানুষ বিপথে করে বেহুশ ২ বার
পাপীর সাথে দয়াল কিসের অভিমান? ঐ


কাঁদে অধম টুটুল জীবনের মহাভুল-
ক্ষমার অধিকারী মঙ্গল কল্যাণ,
দাওনা কেন জবাব বল কি অভাব? ২ বার
দুঃখ কষ্টের জ্বালা করলেনা অবসান। ঐ