গর্বিত পুরুষ
তোফায়েল আহমেদ টুটুল


নারীর দেহের ভাঁজে ভাঁজে
          অমৃতের সুধা,
পান করিতে আকুল প্রাণে
          কে শাহজাদা?
দুর্বলের উপর হামলা করা
          কাপুরুষের কাজ,
সতীত্ব হরণে গর্বিত পুরুষে
           দুষিত সমাজ।


নারী জাতি ভোগের সামগ্রী
          ক্ষুধা তৃষ্ণা বুকে,
মাতা ভগ্নি কন্যার পরিচয়
          প্রিয়তম স্ত্রী কে?
পিতা ভ্রাতা সুসন্তান পুরুষ
          দায়িত্ব কর্তব্য,
ভরসার আশ্রয় সুখ শান্তির
           গলে বরমাল্য।


পুরুষের দৃষ্টি যত রূপ যৌবনে
         কোমল অঙ্গে থাবা,
কামের বাসনা প্রেমের নেশা
          কুমারীর রক্ত জবা।
মধুর রসে ফুলের উপর ভ্রমর
          হুল ফুটাতে গুঞ্জন,
কুলষিত পাঁপড়ি অসতী নারী
          ধর্ষিতার হাতে খুন।


সমাজের কলঙ্ক নারীর কপালে
       বেশ্যা পতিতা খেতাব,
শত শত নারীর ইজ্জত লুটে পুরুষ
        ভাবে নিজেকে নবাব।
সতীত্ব শুধু নারীর অমূল্য সম্পদ
          হারানোর অপবাদ,
জোর জবরদস্তির বল প্রয়োগে হরণ
          পুরুষের জিন্দাবাদ।