আমার দুঃখ দেয়ার একটা মানুষ ছিল
যে হারিয়ে গেল
দুচোখে সাজানো স্বপ্নগুলো তাই
হয়ে গেল সব এলোমেলো
এলোমেলো এলোমেলো


আঘাতের কথা যার ছিল বিঁষের তীর
বুঝাতে তাকে কত হয়েছি অস্থির
ওয়াদা ছিল যত প্রতিশ্রুতির
সবি যেন ছলনার মিথ্যে ছিলো
মিথ্যে ছিলো মিথ্যে ছিলো


নিখুঁত অভিনয় যার ছিল অধিকার
কত কি আশা করে পাশে থাকার
দিলনা তবুও প্রেম উপহার
প্রতিদান শুধু যে চেয়েছিলো
চেয়েছিলো চেয়েছিলো


ভুল বুঝে তারে দেইনি যে দোষ
হলোনা আমার সনে কখনো আপোষ
জয়ের নেশাতে হয়েছে বেহুশ
রেগে আমায় ফেলে চলে গেলো
চলে গেলো চলে গেলো