হয়তো তোমার প্রাণ কাঁদিবে শুধু,
হয়তো বিরহী জীবন মরুভূমি ধূ ধূ।
হয়তো চিতার অনল পুড়ায় অন্তর,
হয়তো দিবানিশি দুনয়ন অঝোর।


হয়তো হবে একদিন সুন্দর জীবন,
হয়তো খুঁজে পাবে আপন প্রিয়জন।
হয়তো অনাবিল সুখে সত্যি স্বপন,
হয়তো সাজানো সেই স্বর্গের ভূবন।


হয়তো সত্য ভুলে মিথ্যার পিছনে,
হয়তো ন্যায় নীতি বিবেক গোপনে।
হয়তো নেশার ঘোরে নিত্য বেহুশ,
হয়তো কোনদিন বুঝে নিবে মানুষ।


হয়তো বুকের গহীণে আশা নিরাশা,
হয়তো জগত জুড়ে পরাজিত হতাশা।
হয়তো উদিত রবি ঢেকে আছে কুয়াশা,
হয়তো সোনালী কিরণ প্রেম ভালবাসা।


হয়তো কাঙ্খিত ভাবনার উজান তরঙ্গ,
হয়তো গন্তব্যের ঠিকানা অজানায় সাঙ্গ।
হয়তো ধৈর্য্যশক্তির সব পরীক্ষায় উত্তীর্ণ,
হয়তো দুর্গম কঠিণ পথ হবে সুবির্স্তির্ণ।