সত্য সুন্দর এক অদ্বিতীয় বিশ্ব বহ্মচারী ,
অখন্ডন মন্ডল রুপের জগতে ইচ্ছেধারী ।
সৃষ্টি ধ্বংসের খেলায় মগ্ন লীলা বিলাসে,
সদা জাগ্রত সর্বত্র বিরাজমান চারপাশে।


আদমের মাঝে সে আপন ইচ্ছায় প্রবেশ,
হাওয়ার রুপে মিশে কাছে টানার আদেশ।
এক বীজে অঙ্কুরোধ পৃথিবীতে নারী পুরুষ,
মিলনের আলিঙ্গনে তবুও রয়েছে নির্দোষ।


প্রকাশে গোপনে নিত্য ভ্রমণে সৃষ্টির সঙ্গে,
শক্তি সাহসে ভক্তির বিশ্বাসে মিশে অঙ্গে।
কুপথে সুপথে বিচরণ আমি করি অনুসরণ,
কুকর্ম সুকর্মে লিপ্ত মোহ মায়ায় দেয় ইন্ধন।


হাসায় কাদায় সুখে দু:খে নাচিয়ে পুতুল,
সাজিয়ে অসুন্দর মঞ্চ অভিনয়ে ধরে ভুল।
আমির ফকির বেশে করেছে চরিত্র রুপায়ন,
চিত্র নাট্য পরিচালনায় শক্তি ক্ষমতার আসন।