হে আল্লাহ সুবান্নাল্লাহ
তোমারি মেহের বানী
তোমারি হুকুমে আগুন
হইয়া গেল পানি


ইব্রাহীমকে পুড়াইতে
নমরুদে জ্বালায় আগুন
ঠান্ডা শীতল শান্তিময় হয়
ইব্রাহীমের আসন
বেহেস্তের ফল খায় সেখানে
দাওয়াতের মেহমানি


বৃদ্ধকালে সন্তান পেয়ে
তোমাকে করতে খুশি
বিবি সহ শিশু পুত্র
করে দেয় বনবাসী
রহমত বরকত পায় হাজেরা
আবে জমজমের পানি


ইব্রাহীম দেখিল স্বপন
পরীক্ষা তোমার কঠিন
ঈমান আমল সঙ্গী করে
তোমারি প্রেমে বিলীন
শত উটের জবাই শেষে
ঈসমাইলকে কুরবাণী


মক্কার মরুভুমিতে
বাপ বেটা দুজনে
কাবাঘর নির্মাণ করে
হজ্জের হুকুম পালনে
মুসলমানের জাতির পিতা
ইসলামে শিরোমনি