এই সুন্দর পৃথিবী
যত দেখি তত ভাল লাগে
একটা জীবন অমর হতে বড় স্বাদ জাগে
যত দেখি তত ভাল লাগে।।


যেদিকে দেই দৃষ্টি
সুন্দর এই সকল সৃষ্টি
ফুলে ফলে সাজানো বৃক্ষ শাঁখে শাঁখে
যত দেখি তত ভাল লাগে।।


জলে স্থলে মেলা
পশুপাখি করে খেলা
চন্দ্র সূর্য আকাশে খেলে মেঘে মেঘে
যত দেখি তত ভাল লাগে।।


রুপ যার অপরুপ
সে রুপসী সাজে স্বরুপ
রুপ কারিগর থাকে সর্বরুপে যুগে যুগে
যত দেখি তত ভাল লাগে।।