যোগ্যতা বলতে আমরা বুঝি
হয় সৌন্দর্য্য না হয় টাকা
তাইতো সভ্য সুশীল সমাজে
ভালো হতে চায় শুধু বোকা
মিথ্যার মুখোশের আড়ালে
অযোগ্য ব্যক্তি উচ্চ আসনে
যোগ্যদের বিচার করা হয়
তিরস্কার কি বা অপমানে


জ্ঞান বিচারে যোগ্যতা বিকাশ
কথা কর্ম আচার ব্যবহার
মানুষের মাঝে শ্রেষ্ট মহান
নম্র ভদ্র বিণয়ে শিষ্টাচার
আধুনিক পোশাকে কুরুচিশীল
লাজ শরমের নেই বালাই
স্বভাব চরিত্রের নেই গ্যারান্টি
যোগ্যতা নিয়ে করে বড়াই


চাপাবাজি যাদের চালান পুজি
সুযোগ বুঝে স্বার্থ খুজে
তোষামোদ করে স্থান দখলে
যোগ্য ব্যাক্তি সবাই বুঝে
অপ্রয়োজনীয় গল্প কথায়
গুরুত্বকে ঢেকে রাখে
নিত্য নতুন কৌশলের ফাদ
দেখা যায়না কভু চোখে


কাজের বেলায় কাজী নয় সে
সবজান্তার সুনিপুন অভিনয়
ফাকি দিয়ে মন যোগাতে
ভালো মানুষের নেয় আশ্রয়
আপন অক্ষমতা ঢেকে রাখতে
যোগ্যদের খুজে দোষ ত্রুটি
জোর যার মুল্লুক বলি তার
মানুষ কি আর নিজে খাটি