আমি মরে গেলে কেঁদোনা তুমি
করনা কখনো ভুল
দোহাই লাগে তোমার আমার সমাধীতে
এসোনা দিতে ফুল.


অভিনয় ছিল তোমার স্বপ্ন দেখি আমি
হাজার প্রদীপে আশার আলো
স্মৃতি যত মুছে ফেলে হারিয়ে আধার কোলে
সুখের মহলে নিভে গেলো
প্রেমের শিকল খোলে মিছে মায়ার ছলে
ভেঙ্গেছি কাঁচের পুতুল


অভিযোগ ছিল যত ভুল বুঝে আমাকে
ভালোবাসা চাওয়া বড় অপরাধ
শত ব্যথা বুকে সয়ে মরব ক্ষয়ে ক্ষয়ে
করবনা কোনদিন কোন প্রতিবাদ
শোধ করে চিরতরে তোমার পথ ঘুরে
জীবন দিলাম মাশুল