বুঝিনা বুঝিনারে বন্ধু
তুমি কেন কাঁদাও আমারে


মানুষ পাঠাও এই জগতে
কত ভালোবেসে
নিঠুর হইয়া পর করে দাও
আপন কর্ম দোষে


মনের মত সাজাও সুন্দর
অতি যতনে
জীবন মানে বেঁচে থাকা
যন্ত্রনা ভূবনে


তুমি কি চাও আমি কি চাই
হিসাবে গড়মিল
ভুল ত্রুটির প্রমান দাখিল
পাপেরি দলিল


কাঁদাও যত কাঁদবো তত
অভাগা টুটুল৷
মাশুল দিব কেঁদে কেঁদে
আমার যত ভুলে