কেউ চায়, কেউ পায়, -ভিন্ন ভেদে,
কারো সুখ, কারো দুঃখ, -কি স্বাধে?
কারো অফুড়ন্ত, কারো শূণ্য, -হালত,
কেউ ভাঙ্গে, কেউ গড়ে, -বিশ্ব জগত।


কেউ কাঁদে, কেউ হাসে, -জীবন জুড়ে,
কারো দায়, কারো অধিকার, -স্বীাকরে।
কেউ বাধ্য, কেউ অবাধ্য, -রাজা প্রজা,
কেউ বাদী, কেউ বিবাদী,- চায় সাজা।


কেউ নিষ্পাপ, কেউ আসামী,- দন্ডে,
কেউ জ্ঞানী, কেউ অধম, -কর্মকান্ডে।
কারো শক্তি, কারো ভক্তি, -ব্যবহারে,
কেউ চাকর, কেউ মনিব,- নির্বিচারে।


কেউ শাসক, কেউ শোষিত,- জনগণ,
কারো সুনাম, কারো বদনাম, -জীবন।
কেউ নাচায়, কেউ নাচে, -নিত্য দাপট,
কারো জয়, কারো পরাজয়,- বিজোট।


কারো রাজত্ব, কারো দাসত্ব,- মানুষ,
কেউ বক্তা, কেউ শ্রোতা,- সদা বেহুশ।
কারো ভালো, কারো মন্দ,- নিত্য চাষ,
কারো লাভ, কারো ক্ষতি, -সর্বনাশ।


কারো ত্যাগে, কারো ভোগে, -সন্তুষ্টি,
কারো গ্রহণ, কারো দান,- মধুর মিষ্টি।
কেউ মহান, কেউ নাদান,- আদর্শনীতি,
কেউ ধন্য, কেউ নগণ্য, -মর্যাদ খ্যাতি।


কেউ সাধু, কেউ চোর, - সুন্দর ভূবনে,
কারো পাপ, কারো পূণ্য-প্রকাশ্যে গোপণে।
কেউ সৎ, কেউ অসৎ,-হালাল হারাম,
কেউ পাপী, কেউ নেকী,- শেষ পরিণাম।


কেউ ধনী, কেউ গরীব, -হিংসা বিদ্বেষ,
কেউ পবিত্র, কেউ অপবিত্র, -চরিত্র বেশ।
কেউ সত্য, কেউ মিথ্যা, -যুক্তির তর্ক,
কেউ আপন, কেউ পর, -মানব সম্পর্ক।