এই পৃথিবীর সব মানুষই খারাপ
কিন্তু কেউ সবার জন্য নয়
এই খারাপ মানুষগুলোর মধ্যে
কেউ আমাদের মা কেউ বাবা
কেউ ভাই কেউ বোন কেউ সন্তান
কেউ আমরা স্বামী স্ত্রী
মানুষেে মধ্যে যত খারাপ কিছু আছে
তা কিন্তু সৃষ্টির সময় স্রষ্টাই দিয়েছেন
আমরা কারো খারাপ কিছুর জন্য
অনায়েসে যে কাউকে দোষারোপ করি
আসলে কারো খারাপ বিষয়গুলো
আমাদের উপর কতটা প্রভাব ফেলে


ইচ্ছে করলেই আমরা কারো ভেতর থেকে
খারাপগুলো ধুয়ে মুছে পরিস্কার করতে পারবনা
হয়তো ব্যক্তিগত ভালোবাসার কারণে
সম্পর্কের জন্য সামাজিক মর্যাদার কারণে
কিছুটা শাসন করে নিয়ন্ত্রণ করতে পারি
নতুবা দুরে রাখার চেষ্টা করতে পারি
ভালো মন্দ খেয়াল করে কিছু আদেশ নিষেধ
কিছু উপদেশ কিছু পরামর্শ দিতে পারি
আমরা যতটুকু বুঝি ঠিক ততটুকুই করি
কারন হয়তো খারাপ মানুষগুলোই
আমাদের আপন প্রিয়জন কাছের মানুষ
তাদের দোষ ত্রুটিগুলো ক্ষমা করি


ব্যক্তিগত মান মর্যাদা অক্ষুন্ন রাখতে
আমরা আবার অনেক কিছু বাধ্য হয়ে মেনে নেই
আমাদের এই অভ্যান্তরীন চিন্তা ভাবনাগুলো
সবসময়ই কি স্বার্থের উপর প্রভাব ফেলে
মানুষের বিবেক সদা জাগ্রত
মানুষ যখন হুশ জ্ঞানের বোধশক্তি অর্জন করে
তখনি হয়তো মানুষের ভুল ভ্রান্তি চোখে পড়ে
মনের তাগিদে কাউকে সচেতন করে
চারিত্রিক গুনাবলীর সুন্দর জীবন যাপনে
প্রতিনিয়ত সাবধান করে
এটুকু কারো সাংবিধানিক দায়িত্ব কর্তব্য নয়
এমন কি মৌলিক অধিকারও না


মায়া মমতার বন্ধনে সম্পর্কে আবদ্ধ মানুষ
যার জন্য মায়া হলো তার অন্তরে কি দয়া মায়া নেই
আসলেই কি সে নির্মম কঠোর প্রকৃতির কেউ
সকল স্বার্থ ত্যাগ করে যাকে
উজার করে বিলিয়ে দিতে আনন্দ হয়
সেই অকৃজ্ঞ বেঈমান লোভ সামলাতে পারেনা
কাউকে ধোকা দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে
আত্মসাৎ করার মত খারাপ পরিকল্পনাই করে
তাদের কার্যক্রম দেখে উদ্দেশ্য বুঝা গেলেও
কোন অভিযোগ করার সুযোগ হয়তো খুঁজিনা
কারণ বোকার মত আমরাই বিশ্বাস করি
তাদেরকে নিয়েই বেঁচে থাকতে হবে


যে খারাপ মানুষদের জন্য
আমরা এত সময় নষ্ট করি
যাদের কারণে আমরা দুঃখ কষ্ট পাই
যারা শাররিক মানসিক চাপে রাখে
যন্ত্রণার আগুনে পুড়ায়
তারা কি কখনো একবারের জন্য
আমাদের নিয়ে সুস্থ চিন্তা ভাবনা করে
পিতা মাতা ভগ্নি ভ্রাতা পুত্র কন্যা
এমন কি স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝে
কাদের নিয়ে আমরা জীবন যাপন করি
কাদের নিয়ে তারা জীবন যাপন করে
আসলে কি তারা খারাপ না আমরা